ASANSOL

আসানসোলে শুরু চতুর্থ সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ, অংশ নিচ্ছে ৯ টি দল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টিনগরে শুরু হলো চতুর্থ (ফোর্থ সিজন) সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ বা এসপিএল। সোমবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে চতুর্থ বছরের এসপিএলের আনুষ্ঠানিক সূচনা হয়। সৃষ্টিনগরের ওডিসি ক্লাব লনে এই অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে এবছরের এসপিএলের উদ্বোধন করেন বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের গ্রুপ হেড (প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় কুমার চৌধুরী সহ অন্যান্যরা।


এই প্রসঙ্গে বিনয় কুমার চৌধুরী বলেন, এদিন সন্ধ্যায় ফোর্থ সিজন সৃষ্টিনগর প্রিমিয়ার লিগের উদ্বোধন হলো। মঙ্গলবার থেকে খেলা শুরু হবে। এই বছর নয়টি দল অংশগ্রহণ করছে। এই বছরের লিগে ৪২টি খেলা হবে। আগামী ১৪ জানুয়ারি ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল এবং সৈয়দ কিরমানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন, গত তিন বছরে এই প্রতিযোগিতাটি যথেষ্ট সাফল্য পেয়েছে। তিনি আশা করেন যে, এই বছরেও সেই ধারা অব্যাহত থাকবে।



এই বছরের এসপিএলে অংশগ্রহণকারী নয়টি দল হলো, অ্যাভেঞ্জার্স, প্যান্থার্স, ম্যাভেরিক্স, প্রেডেটরস, ড্রাগনস, নিনজাস, রেবেলস, ওয়ারিয়র্স এবং চ্যালেঞ্জার্স ।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি এবং দলের জার্সি উন্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *