ASANSOL-BURNPUR

বার্নপুরে স্কুলের সামনে কাউন্সিলারের নেতৃত্বে বিক্ষোভ, বেসরকারিকরণের বিরোধিতা

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Burnpur News ) বার্নপুর টাউনশিপের বাসিন্দারা সোমবার বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানা পরিচালিত বার্নপুর গার্লস হাই স্কুল এবং বার্নপুর বয়েজ হাইস্কুলের সামনে বিক্ষোভ দেখান। আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে এদিন এই বিক্ষোভ হয়।
এই প্রসঙ্গে কাউন্সিলার বলেন, সেল আইএসপি বার্নপুর টাউনশিপে পাঁচটি স্কুল পরিচালনা করে। এই স্কুলগুলিতে নিম্নবিত্ত পরিবারের সদস্য পরিচারিকা, দিনমজুর থেকে সবজি বিক্রেতাদের সন্তানদের শিক্ষা দেওয়া হয়। এইসব স্কুলের বার্ষিক ফি ৮০ থেকে ১৫০ টাকা মতো। সম্প্রতি, সেল আইএসপি কতৃপক্ষ এই স্কুলগুলিকে বেসরকারিকরণের জন্য একটি টেন্ডার করেছিলো। কিন্তু স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকদের বিরোধিতার কারণে কারখানা কতৃপক্ষকে পিছু হটতে হয়েছে।

শ্রীরুদ্র আরো বলেন, সেল আইএসপি কতৃপক্ষ এখনও পুরোটা পিছু হঠেনি। স্কুল কতৃপক্ষ নতুন ছাত্র ভর্তি বন্ধ করে দিয়েছে। প্রতি বছর প্রথম, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে নতুন ছাত্র ভর্তি করা হতো। কিন্তু এই ভর্তি স্থগিতের ফলে এলাকার অভিভাবকরা ক্ষুব্ধ। যে কারণে অভিভাবকরা বার্নপুর গার্লস স্কুল এবং বার্নপুর বয়েজ হাইস্কুলের সামনে বিক্ষোভ করেন। পরে তারা স্কুল কতৃপক্ষের সাথে আলোচনা করেন। কাউন্সিলর অশোক রুদ্র বার্নপুর বয়েজ হাইস্কুলের অধ্যক্ষের সাথে কথা বলেন এবং তাকে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। অধ্যক্ষ তাকে আশ্বস্ত করেন যে তিনি তার উদ্বেগের কথা আইএসপি কতৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *