দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সোমবার দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূলের পক্ষ থেকে মামড়া বাজার এলাকার তৃণমূল পার্টি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে। মহিলা সহ মোট ৫০ জন এই রক্তদান শিবিরে রক্তদান করেন। ২৪ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদাতাদে একটি করে গাছ, সার্টিফিকেট ও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মারক দেওয়া হয়।














এই প্রসঙ্গে ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লাভলি রায় বলেন, চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা আবারো চাই। এদিন আমরা মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি। এর পাশাপাশি এসআইআরে দলের তরফে যারা বিএলও ২ হিসেবে কাজ করেছেন তাদেরকেও আমরা সম্মানিত করবো।


