বাদনা উৎসব উপলক্ষে সালানপুর ব্লকে বস্ত্র বিতরণ
বেঙ্গল মিরর, সালানপুর, কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার আদিবাসী সম্প্রদায়ের বাদনা উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন প্রথমে আল্লাডি এমএসকে স্কুলের ময়দান প্রাঙ্গণে সালানপুর,দেন্দুয়া,আল্লাডি ও বাসুদেবপুর জেমারী পঞ্চায়েতের আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। এরপর তিনি মালবহাল ফুটবল ময়দানে রূপনারায়ানপুর ও আছাড়া পঞ্চায়েতের আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।














বিধায়ক বলেন, গত বছরের থেকে দ্বিগুণ মানে মোট ৬ হাজার নতুন শাড়ি বিতরণ করা হলো।লক্ষ্য একটাই বাদনা উৎসবে যেন আদিবাসী সম্প্রদায়ের মহিলারা নতুন বস্ত্র পড়তে পারেন।এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, ব্লকের এসসি এসটি সেলের সভাপতি জয়েস হাঁসদা সহ আরো অনেকে।


