আসানসোল রামকৃষ্ণ মিশনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বুধবার আসানসোল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। তিনি সেখানে এই মুহুর্তে কি ধরনের কাজ হচ্ছে, সেই সম্পর্কে জানেন সেক্রেটারি মহারাজা কাছ থেকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্যান্য সন্ন্যাসী ও পড়ুয়াদের সাথে কথা বলেন।














পরে তার সঙ্গে থাকা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এদিন আসানসোল রয়েছেন। তিনি আসানসোল রামকৃষ্ণ মিশন পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই তাকে আসানসোল রামকৃষ্ণ মিশনে নিয়ে আসা হয়েছে। তিনি সেখানে সন্ন্যাসী মহারাজাদের সাথে কথা বলেছেন ও এই মুহুর্তে আসানসোল রামকৃষ্ণ মিশনে চলা প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেছেন।

