২৬ শে তৃণমূল এলে বাড়িতে “নরেন পুজো” করতে হবে কটাক্ষ বিজেপি নেতার, পাল্টা জবাব তৃণমূলের
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে ও চরণ মুখার্জী ,পাণ্ডবেশ্বর:- বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভার রামনগর তিন নম্বর মোড় থেকে কেন্দ্রা হাটতলা পর্যন্ত বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিল কেন্দ্রাহাট তলায় পৌঁছানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এবং সেখান থেকেই তিনি কটাক্ষ করে বলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে আবার পাণ্ডবেশ্বরে তৃণমূল জিতলে বাড়িতে নারায়ন নয় নরেন পুজো করতে হবে। বিজেপি নেতার এহেন মন্তব্যের পাল্টা সুর উঠে আসে তৃণমূলের অঞ্চল সভাপতির গলায়।














কেন্দ্রা হাটতলায় মিছিল পৌঁছানোর পর বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী সাংবাদিকদের মুখোমুখি হয় এবং জানান, কেন্দ্রা অঞ্চলের রামনগরে কয়েকদিন আগে আমাদের পথসভা কর্মসূচির পর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে তৃণমূলের দুষ্কৃতিরা। সেই ঘটনার প্রতিবাদেই আমরা আজ প্রতিবাদ মিছিল করলাম। তিনি জানান ২০২৬ শে ফের পাণ্ডবেশ্বরে তৃণমূল ক্ষমতায় এলে মানুষ আর নারায়ণ পূজো করতে পারবে না মানুষকে নরেন পুজো করতে হবে।
তবে বিজেপি নেতার কটাক্ষ করা মন্তব্যের পাল্টা সুর শোনা যায় তৃণমূলের কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবরের গলায়। যমুনা বাবু জানান বিজেপি কর্মীদের ওপর মারধরের যে অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তুলছেন সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। অঞ্চল সভাপতির কথায়, তৃণমূল ৩৬৫ দিন মানুষের পাশে থাকে । অথচ সারা বছর বিজেপি নেতাদের দেখা যায় না এলাকায়। তারা শুধুমাত্র ভোটের সময় বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন এবং শান্ত এলাকাকে বিজেপির নেতারা অশান্ত করেন। তিনি জানান যে যার মতন করে যতই প্রচার করুক আগামী ২৬ শের নির্বাচনে ফের চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে বাংলার মুখ্যমন্ত্রী এবং আমরা কেন্দ্রা অঞ্চল থেকে বিপুল পরিমাণ লিড দিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবো।


