আসানসোলে সব পেয়েছির আসরের তিনদিনের শারীর শিক্ষণ শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের এসবি গড়াই রোডে আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন রামসায়ের মাঠে শুক্রবার থেকে শুরু হলো ২১তম যাদব রায় ও অতসী দত্ত স্মৃতি শারীর শিক্ষণ শিবির বা ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং ক্যাম্প। এই শিবিরের উদ্যোক্তা আসানসোল গ্রাম সব পেয়েছির আসর। এদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ তথা এই শিবিরের চেয়ারম্যান গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সব পেয়েছির আসের প্রধান কেন্দ্রের সচিব জয়দেব বারুই, আসানসোল গ্রাম সব পেয়েছির আসরের সভাপতি শচীন রায়, ক্যাম্পের সভাপতি শর্মিলা বন্দোপাধ্যায় , আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














এই শিবিরের আয়োজককারীদের তরফে মাধব রায় বলেন, গত ২০ বছর ধরে আসানসোল গ্রাম সব পেয়েছির আসর এই ধরণের শারীর প্রশিক্ষণ শিবির আয়োজন করে আসছে। এবার তিন দিনের এই শিবির চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। এবারের শিবিরে ২৫টি স্কুলের প্রায় ৬০০ জন পড়ুয়া অংশগ্রহণ করছে। তিনি আরো বলেন এই শিবিরে ক্যাম্পের সম্পাদক এবং বিশিষ্ট খেলোয়াড় গোবিন্দ মুকিমকে সম্মানিত করা হয়েছে। তিনি অভিভাবকদের তাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করার জন্য অনুরোধ করেন।


