আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগম এলাকায় শুক্রবার একটি হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস হলো। এদিন এক অনুষ্ঠানে পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ২১ নং ওয়ার্ড থেকে ২৭ নম্বর ওয়ার্ডের মধ্যে এই হাইড্রেন তৈরির কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।














এই অনুষ্ঠানে আসানসোল ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা, ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী মণ্ডল সহ এই এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। নারকেল ফাটিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে চলছে। আসানসোল পুরনিগম এলাকায় এই কাজ এরই একটি অংশ।


