আসানসোলের থানায় কংগ্রেসের স্মারক লিপি, মাদক কারবার সহ অবৈধ কার্যকলাপ বন্ধের দাবি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের রেলপার এলাকায় মাদক ব্যবসা বন্ধ ও জমি কারবারের নামে মাফিয়াদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর দাবিতে শনিবার কংগ্রেসের আসানসোল নর্থ ব্লকের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। তার আগে একটি বিক্ষোভ মিছিল বেরোয়। সেই মিছিল গোটা এলাকা ঘুরে আসানসোল উত্তর থানার সামনে আসে।














এই কর্মসূচিতে আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর তথা ব্লক সভাপতি এস.এম. মুস্তাফা, প্রসেনজিৎ পুইটুন্ডি, শাহ আলম সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।এই প্রসঙ্গে কংগ্রেস কাউন্সিলর এস.এম. মুস্তাফা বলেন, রেলপার এলাকাটি আগে অত্যন্ত বিপজ্জনক ছিলো প্রতিদিন অপরাধের ঘটনা ঘটত। তবে এখন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কিন্তু এখন এই রেলপার এলাকার যুবকরা মাদকাসক্তির শিকার হয়ে পড়েছে। এই এলাকার প্রতিটি ওয়ার্ডের প্রায় প্রতিটি বাড়িতেই মাদকাসক্ত একজন যুবক খুঁজে পাওয়া যাবে। ফলস্বরূপ, এই এলাকার পরিবেশ যেমন খারাপ হচ্ছে, তেমনি অপরাধের ঘটনাও ঘটছে। এইসব কিছু বন্ধ করার জন্য, এদিন কংগ্রেস দলের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ।
তিনি আরো বলেন, প্রায়শই দেখা যায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসকারী এলাকাগুলিতে এই ধরনের ঘটনা ঘটে বা মাদক ব্যবসা বৃদ্ধি পায়। এর পেছনের কারণগুলিও বোঝা দরকার। শাসক দল কি সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের এইসব বিষয়ে জড়িয়ে রাখতে চায় যাতে তারা তাদের মৌলিক উন্নতির জন্য ক্ষমতা ব্যবহার করতে না পারে? কাউকে কোন প্রশ্ন করবে না। রেলপার এলাকায় অবৈধ বালি ব্যবসার বিষয়ে কথা বলতে গিয়ে কংগ্রেস কাউন্সিলর বলেন যে, এই বিষয়ে কংগ্রেস আগেও বিএলআরওকে একটি স্মারকলিপি দিয়েছে। খুব শীঘ্রই তাদের আবার একটি স্মারকলিপি দেওয়া হবে। জমি মাফিয়ারা সাধারণ মানুষের জমি হাতিয়ে নিচ্ছে। তিনি বলেন, কংগ্রেস এই এলাকায় কোনও ধরণের অবৈধ কার্যকলাপ চলতে দেবে না।

