বার্নপুরে আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের সভায় মন্ত্রী মলয় ঘটক
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের ভারতী ভবনে রবিবার আইএসপি পার্মানেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে মঞ্চে সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করা হয় এরপর শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, বার্নপুর সেল আইএসপি যখন তখন শ্রমিকদের কাজ থেকে বার করে দিচ্ছে। এটা হতে পারে না।














মলয় ঘটক পরিষ্কারভাবে বলেন, আইএসপি মানেজমেন্ট যদি তাদের মন মর্জি মতো যখন তখন শ্রমিকদের কাজ থেকে বার করে দেয় তাহলে সংগঠনের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করা হবে। সংগঠন চুপ করে বসে থাকবে না।
তিনি বলেন, একজন শ্রমিক যখন কাজে যোগদান করে তখন তার অনেক স্বপ্ন থাকে। হঠাৎ করে তাকে কাজ থেকে বার করে দিলে স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায়। তিনি বলেন যে প্রয়োজন হলে ইউনিয়নকে আরো মজবুত করতে হবে। সুশৃংখলভাবে আইন মেনে আইএসপি ম্যানেজমেন্টের খামখেয়ালিপনার বিরোধিতা করতে হবে বলে মন্ত্রী সংগঠনের নেতৃত্বর প্রতি বার্তা দেন।


