আসানসোলে পোস্ট অফিস স্থানান্তরের বিরোধিতা ,পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডে রেলপার এলাকার ডিপোপাড়ার পলাশবাগান পোস্ট অফিসটি স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক বিভাগের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার তারা পোষ্টার হাতে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দারা বলেন, পলাশবাগান পোস্ট অফিসটি গত ৫০ বছর ধরে এখানে রয়েছে। অনেক বয়স্ক মহিলা এবং পুরুষ এখানে তাদের অ্যাকাউন্ট করেছেন। যদি এই পোস্ট অফিসটি অন্য কোনও স্থানে স্থানান্তরিত করা হয়, তাহলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হবে।














তারা আরো বলেন, অনেক লোক এমন আছেন যারা এই পোস্ট অফিস থেকে তাদের পেনশন তোলেন। যদি ডাক বিভাগ কর্তৃপক্ষ হঠাৎ করে এই পোস্ট অফিসটি এখান থেকে অন্য কোনও স্থানে স্থানান্তর করে, তাহলে এই লোকেরা কোথায় যাবেন? তাই এই বিষয়টি নিয়ে পলাশ বাগান এলাকার বাসিন্দারা এদিন পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান। মলয় মজুমদার, রাম বাগচি, তাপস মুখোপাধ্যায় , প্রদীপ বাগচি সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা এখানে উপস্থিত ছিলেন। তাদের সকলের একটাই দাবি, এই পোস্ট অফিসটি এখান থেকে স্থানান্তরিত করতে দেওয়া হবে না। তবে, এই বিষয় ও এলাকার বাসিন্দাদের দাবি নিয়ে ডাক বিভাগের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


