ক্রিকেট খেলা নিয়ে বিবাদে রণক্ষেত্র বরাকর, ছোঁড়া হলো পাথর , চললো গুলি, জখম চার মহিলা
বেঙ্গল মিরর, বরাকর , রাজা বন্দোপাধ্যায়ঃ* ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটলো। যা নিয়ে সোমবার সকালে রণক্ষেত্র হয়ে উঠে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বরাকরের বেগুনিয়া বাজার সংলগ্ন এলাকা। এই ঘটনায় দু রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ । পুলিশ এলাকা থেকে দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে। এলোপাতাড়ি ছোঁড়া হয় পাথরও। মোট চারজন মহিলা জখম হন। আরো কয়েকজনও আহত হয়েছেন বলে জানা গেছে। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। রয়েছে পুলিশের টহল।














ঠিক কি কারণে এই ঘটনা ও কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার কুলটি থানার বেগুনিয়া বাজার সংলগ্ন চিরকুন্ডা সেতুর নীচে ডায়মন্ড গ্রাউন্ডে ক্রিকেট খেলছিলো বেশ কয়েকজন ছেলে। খেলার সময় দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বরাকর ফাঁড়িতে বিরোধের মীমাংসা করা হয়। সোমবার, বেগুনিয়া বাজার শিব মন্দির রোডের বাউরি পাড়ার যুবকরা স্নান করতে যাচ্ছিল। তখনই ডায়মন্ড গ্রাউন্ডের কাছে অন্য একটি দলের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। একপক্ষ অন্য পক্ষের দিকে পাথর ছোঁড়ে। সেই পাথরে স্থানীয় বাসিন্দা ছোটি খাতুন, রেশমা খাতুন, সাজা খাতুন এবং বিলকিস খাতুন নামে চার মহিলা আহত হন। আরো বেশ কয়েকজন জখম হন বলে খবর।
এদিকে, এরইমধ্যে এক ব্যক্তি শূন্যে গুলি চালায়। পুলিশ এলাকা থেকে দুটি গুলির খোল উদ্ধার করে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এদিকে, এই ঘটনার প্রতিবাদে একপক্ষের শতাধিক মানুষ বরাকর পুলিশ ফাঁড়ির কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখানো শুরু করেন। পরে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ।খবর পেয়ে কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন যে উভয় দলই স্থানীয়। তাদের ভ্রাতৃত্ব বজায় রাখা এবং শান্তি বজায় রাখা উচিত। কুলটি টাউন ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত যাদব বলেন, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত ও দোষী হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।এই বিষয়ে, কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ কৃষ্ণন্দু দত্ত বলেন, এঃ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে পুরো বিষয়টি তদন্ত করা হবে। তবে সোমবার সন্ধ্যে পর্যন্ত, এই ঘটনার বিষয়ে কোনও লিখিত অভিযোগ বরাকর ফাঁড়িতে দায়ের করা হয়নি।


