ASANSOL

স্বামী বিবেকানন্দর ১৬৪তম জন্মজয়ন্তীতে ‘ আসানসোল প্রগতি’র অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :
স্বেচ্ছাসেবী সংস্থা “আসানসোল প্রগতি” র পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে আসানসোল রবীন্দ্রভবন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ৩ জন ক্যান্সার রোগীকে ২৫ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর পাশাপাশি একটি গরীব মেয়ের বিয়ের জন্য ২০ হাজার, ৪ জন পড়ুয়াকে ৩ মাসের হোস্টেল ফি, ২ টি ট্রাই সাইকেল ও ১ টি হুইল চেয়ার দেওয়া হয়।

এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী নন্দিশানন্দজী মহারাজ , কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ
উদয় বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় , আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডাঃ দিলীপ দত্ত, দীপক রুদ্র, শচীন্দ্রনাথ রায়, সোমনাথ গড়াই, সৌমিত্র ঘাঁটি সহ আরো অনেকে।

এদিন অনুষ্ঠান সম্পর্কে আসানসোল প্রগতির পক্ষ থেকে শুভব্রত ওরফে পিন্টু ভট্টাচার্য বলেন, আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি। ভবিষ্যতেও তা হবে। আমাদের কর্মকাণ্ডে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আরো মানুষ এগিয়ে আসবেন এটাই আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *