আসানসোল গ্রাম বিবেকানন্দ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী ও বাৎসরিক উৎসব পালন,
বেঙ্গল মিরর , আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়:
স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে এবং বাৎসরিক উৎসব উপলক্ষে আসানসোল গ্রাম বিবেকানন্দ সমিতির পক্ষ থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ২৮ শে ডিসেম্বর ২০২৫ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। সোমবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সকালে আসানসোল রাহালেন মিউনিসিপাল পার্ক ময়দান থেকে একটি প্রভাত ফেরি বার করা হয়। পরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্য দান , পুষ্পার্ঘ্য নিবেদন, হোম যজ্ঞ ও প্রসাদ বিতরণ করা হয়। এদিন বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, নাচ গান প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান ও একটি নাটক মঞ্চস্থ করা হয়।
এছাড়া ১৩ জানুয়ারি
স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, যোগাসন প্রদর্শনী, দেহ সৌষ্ঠব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো।
১৪ জানুয়ারি বুধবার ইন্ডিয়ান আইডল খ্যাত সংগীত শিল্পী অনুষ্কা পাত্র সঙ্গীত পরিবেশন করবেন।














এই বিষয়ে আসানসোল গ্রাম বিবেকানন্দ সমিতির সম্পাদক গৌতম রায় ও অপর এক সদস্য রাজু রায় বলেন , “তাদের সংগঠন বিগত প্রায় ৮১ বছর যাবৎ তাদের এই ক্রীড়া অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কাজ আয়োজন করে আসছেন এবং আগামী দিনেও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল রয়েছেন। শিল্পাঞ্চলের বহু মানুষ তাদের এই ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে থাকেন।”এদিন বেঙ্গল মিররের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য রাজীব রায়, রাজু রায়, কুন্তল রায় শ্রেয়ান রায় এবং সব্যসাচী রায় সহ অন্যান্য সদস্যরা।


