বিসিসিএলের ওসিপিতে ধস, মৃত ২, জখম দুজন, নিখোঁজদের উদ্ধার অভিযান
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার বড়িরায় বিসিসিএলের খোলামুখ বা ওপেন কাস্ট কয়লাখনিতে ( ওসিপি) অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনা ঘটেছে। আচমকা খনির ভিতরের সুড়ঙ্গ ধসে পড়ায় অন্ততঃ ছয় জন চাপা পড়ে বলে জানা গেছে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার পরে এখনও পর্যন্ত চার জনকে খনি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। বাকি দুজন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।














এখনও খনির ভিতরে আরো দু’জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারের জন্য পোকলেন মেশিনের সাহায্যে জোরকদমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যায় পুলিশ বাহিনী ও সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বডিরা ওপেন কাস্ট খনির আশপাশে শতাধিক মানুষের ভিড় জমে যায়। মৃত ও নিখোঁজদের পরিবারের সদস্যরাও খনি এলাকায় রয়েছেন। প্রিয়জনদের খোঁজে কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা। অভিযোগ উঠেছে, কিছু কয়লা মাফিয়ার লোকজনেরা মৃতদের পরিবারের সদস্যদেরকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে পরিবারগুলি অনড় থেকে প্রিয়জনদের এক ঝলক দেখার অপেক্ষায় রয়েছেন। তাঁদের আশা, হয়তো এখনও কেউ জীবিত রয়েছেন। যাদেরকে পুলিশ প্রশাসন তাঁদের উদ্ধার করতে পারবে।
উল্লেখ্য, বডিরার এই কয়লা খনিতে আগেও একাধিকবার ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবুও কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য থামেনি। অভিযোগ, প্রতিদিনই ৩ থেকে ৪ ট্রাক অবৈধ কয়লা তুলে আশপাশের কয়লা ভাটায় পাচার করা হচ্ছে। এই ঘটনায় ফের একবার কয়লা খনির নিরাপত্তা ও অবৈধ কয়লা তোলা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ জানায়, ঠিক কি ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।


