আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের বার্ষিক অনুষ্ঠান উদযাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের নর্থ পয়েন্ট স্কুলের ( এস.বি. গরাই রোড) বার্ষিক অনুষ্ঠান মঙ্গলবার ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া চাঁদা মোড় স্কুল প্রাঙ্গনে উদযাপন করা হয়।অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকা আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সৌমত্মানন্দ জি মহারাজ। তার সাথে ছিলেন নর্থ পয়েন্ট স্কুলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শচীন্দ্র নাথ রায় , অধ্যক্ষা মিতা রায়, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের (চাঁদা) অধ্যক্ষ রাজীব সাউ । এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি দীপক কুমার রুদ্র এবং জামুরিয়া নামোপাড়া এফপি স্কুলের প্রধান শিক্ষক দীপ নারায়ণ নায়ক ( যিনি শিক্ষা ও সামাজিক সচেতনতায় তাঁর অসাধারণ অবদানের জন্য “রাস্তার মাস্টার” নামে সুপরিচিত)।নিজের ভাষণে স্বামী সৌমত্মানন্দ জি মহারাজ দায়িত্বশীল নাগরিক গঠনে মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা, শৃঙ্খলা এবং চরিত্র গঠনের গুরুত্বের উপর জোর দেন।














তিনি শিক্ষাগত শ্রেষ্ঠত্ব এবং নৈতিক মূল্যবোধের এক সুরেলা মিশ্রণের মাধ্যমে তরুণ মনকে গড়ে তোলার জন্য এই স্কুলের প্রচেষ্টার প্রশংসা করেন।চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা শচীন্দ্র নাথ রায় নর্থ পয়েন্ট স্কুলের যাত্রা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং সামগ্রিক শিক্ষা ও ধারাবাহিক বিকাশের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের কথা বলেন।
অধ্যক্ষা মিতা রায় তার বক্তব্যে অতিথি, অভিভাবক, শিক্ষক এবং পড়ুয়াদের তাদের অবিচল সমর্থন ও উৎসর্গের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।পড়ুয়াদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। যেখানে নৃত্য, সঙ্গীত, নাটক এবং বিষয়ভিত্তিক পরিবেশনার এক প্রাণবন্ত মিশ্রণ ছিল। যা সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সামাজিক সচেতনতা প্রদর্শন করে। পড়ুয়াদের প্রতিভা, শৃঙ্খলা এবং উৎসাহ দেখে দর্শকরা মুগ্ধ হন।অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে দীপক কুমার রুদ্র এবং দীপ নারায়ণ নায়ক পড়ুয়াদের আন্তরিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং সমাজের সেবার প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে শিক্ষা গ্রহণ করতে অনুপ্রাণিত করেন।অধ্যক্ষা মিতা রায়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠান শেষ হয়।


