আসানসোলে ব্যস্ততম রাস্তায় আচমকাই বাইকে আগুন, এলাকায় চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীতে এইচএলজি মোড়ের কাছে বুধবার হঠাৎ করেই একটি মোটরবাইকে আগুন ধরে যায়। বাইক চালক আগেই আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে, তিনি দাঁড়িয়ে পড়েন ও নিরাপদ দূরত্বে সরে যান। সেই কারণে তিনি প্রাণে বেঁচে যান। তবে, মোটরবাইকটি পুরোপুরি আগুনে পুড়ে যায়। স্বাভাবিক ভাবেই সকালে এমন ঘটনা ঘটায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।














ঘটনাটি সম্পর্কে জানা গেছে, এদিন সকালে একটি মোটরবাইক করে সেনরেল রোড দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। এইচএলজি মোড়ে ট্র্যাফিক সিগন্যালে রেড সিগনাল জ্বলার কারণে ঐ বাইক চালক সেখানে থামেন। তারপর হঠাৎ তিনি অনুভব করলেন যে তার বাইকে আগুন লেগেছে। সেই অনুভব করার সাথে সাথে তিনি তৎক্ষণাৎ বাইক থেকে নেমে পেছনের সরে যান। কিছুক্ষণের মধ্যেই তার বাইকটিতে আগুন ধরে যা এবং বাইকটি প্রচণ্ডভাবে জ্বলতে শুরু করে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দূরে থাকা আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ড পুলিশ ছুটে আসেন। ঘটনাটি সম্পর্কে এলাকায় থাকা লোকজনেরা জানান, বাইক চালক তার বাইকে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বাইকটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তিনি বাইক থেকে নেমে যান।আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিক তদন্তের পরে অনুমান মোটরবাইকের ইঞ্জিনে শট সার্কিট থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

