PANDESWAR-ANDAL

প্যান্ডেলের গোডাউনে আগুন লেগে ক্ষতি

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, অন্ডাল : প্যান্ডেলের গোডাউনে আগুন লাগার ঘটনায় ক্ষতির পাশাপাশি ছড়ালো আতঙ্ক । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উখরা পঞ্চায়েতের আনন্দমোর এলাকায় । এদিন সকাল ৬ টা নাগাদ রাস্তার পাশে থাকা একটি প্যান্ডেলের গোডাউনে আগুন লাগে । দ্রুত সে আগুন ছড়িয়ে পড়ে । ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান ও ঘরবাড়ি থাকায় ছড়ায় আতঙ্ক । আগুনে পুড়ে ভষ্মিভূত হয় বাঁশ ,কাঠ, বাটাম, প্যান্ডেলের কাপড় । আগুন ছড়িয়ে পড়ায় ক্ষতি হয় পাশের একটি গৃহস্থের বাড়িতেও ।

গৃহকর্তা কৃষ্ণেন্দু চ্যাটার্জী বলেন আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির দেওয়ালের একাংশে ফাটল ধরে । জানালা, বারান্দার কাঁচ ভেঙ্গে যায় । এছাড়াও ইলেকট্রিক সরঞ্জাম পিভিসি পাইপ সহ বেশ কিছু সরঞ্জামও পুড়ে যায় । স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগাই । বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে আগুন লাগার কারণ জানা যায়নি ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *