রানিগঞ্জের আরোহী চট্টোপাধ্যায় ” জুনিয়র মিস ইন্ডিয়া “
রাজস্থানে হলো প্রতিযোগিতা
বেঙ্গল মিরর, আসানসোল, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বাসিন্দা আরোহী চট্টোপাধ্যায় ” জুনিয়র মিস ইন্ডিয়া ” খেতাব জিতলো। সম্প্রতি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হয় জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতা।বৃহস্পতিবার এই প্রসঙ্গে আরোহী বলেন, রাজস্থানের জয়পুরে জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। আমি সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছি। এই প্রতিযোগিতায় তিনটি রাউন্ড ছিল। সেই তিনটি রাউন্ড সফল ভাবে শেষ করে আমি বিজয়ী হয়েছি। আরোহী আরো বলে যে, তার লক্ষ্য এরপরে মিস ইন্ডিয়া ও মিস ইউনিভার্স খেতাব জেতা। তার জন্য সে এখন নিজেকে প্রস্তুত করছে।














ছোট্ট আরোহী আসানসোল উষাগ্রাম হাইস্কুলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। আরোহীর বাবা অরিজিৎ চট্টোপাধ্যায় একজন পেশাদার গায়ক। তার একটি ব্যান্ডে গান করেনমা রীমা রায় চট্টোপাধ্যায় একজন ব্যবসায়ী। স্বাভাবিক ভাবেই মেয়ের এই সাফল্যে খুশি চট্টোপাধ্যায় দম্পতি। এদিন রীমাদেবী বলেন, মেয়েকে নিয়ে আমাদের স্বপ্ন আছে। আমরা সবসময় তাকে সার্পোট দিয়ে থাকি।ছোট্ট আরোহীর পরামর্শদাতা সন্দীপ বোস বলেন, আমি খুবই খুশি যে আমার ছাত্রী জাতীয় পর্যায়ে এই জয় অর্জন করেছে। এখন থেকেই চেষ্টা করা হবে যাতে ভবিষ্যতে আরোহী আরো ভালো কিছু করতে পারে।

