চারচাকা থেকে নগদ ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার
বেঙ্গল মিরর, কাজল মিত্র : শুক্রবার সকালে বারাবনি থানারগৌরান্ডী অজয় নদী বাংলা ঝারখান্ড বর্ডারের নাকা-তল্লাশি চালাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়েবারাবণি থানার পুলিশ সন্দেহভাজন এক লাল রঙের চারচাকা গাড়ি আটক করে যার মধ্যে তিনজন ছিল । তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে নগদ ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার করে । টাকার উৎস সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে সঠিক উত্তর দিতে পারেননি এর ফলে গাড়ী সহ তাদেরকে আটক করে বারাবনি থানায় নিয়ে যায় এবং টাকা গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।জানাযায় যে গাড়িটি বিহারের সীওয়ান জেলা থেকে আসছিল ।














তাদের নাম গুলো হল অজয় শংকর দুবে, শিমান এর বাসিন্দা,আশীষ রায় গিরিডি জেলার বাসিন্দা ও শিব সাগর রায় সিমান এর বাসিন্দা । কার টাকা, কোথা থেকে এল, কী কারণে তাঁর কাছে এত টাকা ছিল এবং সেই টাকা তারা কোথায় নিয়ে যাচ্ছিলেন সবটাই খতিয়ে দেখছে পুলিশ।বারাবনি থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জী জানান “নগদ-সহ চারজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

