পানাগড় সেনা ছাউনি এলাকায় চাঞ্চল্য, সিলিন্ডার থেকে গ্যাস লিক, জাতীয় সড়কে বন্ধ যান চলাচল
বেঙ্গল মিরর, পানাগড় ও কাঁকসা, রাজা বন্দোপাধ্যায়ঃ* পানাগড় বায়ু সেনা ছাউনিতে সামনে ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিকের ঘটনা ঘটলো। রবিবার সকালের এই ঘটনার পরে ১৯ নং জাতীয় সড়কে বন্ধ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ও পানাগড় ফায়ার স্টেশনের দমকল বাহিনীর কর্মীরা। গ্যাস লিকের এই ঘটনায় হতাহতের খবর নেই। তবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন সকালে দুর্গাপুরের গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকে যাচ্ছিলো মিথেন গ্যাস ভর্তি ক্যাপসুল গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রেলার। সেই সময় একটি গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক করছে বলে বুঝতে পারেন ট্রেলারের চালক ও খালাসি। ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে ট্রেলারটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতা গামি লেনে।














জাতীয় সড়কের উপর ট্রেলার দাঁড়িয়ে যাওয়ার ফলে জাতীয় সড়কের কলকাতা গামী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ একটি ইঞ্জিন নিয়ে এলাকায় আসেন পানাগড়ে ফায়ার স্টেশনের দমকলকর্মীরা। ঘটনাস্থলের আশপাশের গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। খবর দেওয়া হয় গ্যাস সংস্থার আধিকারিকদের। প্রায় এক ঘন্টা পরে সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে।ট্রেলারের খালাসি উৎপল হাজরা বলেন, ট্রেলারটি গোপালপুর থেকে পানাগড় শিল্প তালুকে যাচ্ছিলো। পানাগড় সেনা ছাউনির কাছে বুঝতে পারি সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে। সঙ্গে সঙ্গে আমরা ট্রেলারকে দাঁড় করিয়ে দিয়েছিলাম।
পানাগড় ফায়ার স্টেশনের ফায়ার অফিসার প্রকাশ পাল বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছাই। ট্রেলারটিতে আটটি সিলিন্ডার ছিলো। তাতে মিথেন গ্যাস ছিলো। বড় কোন ঘটনা না ঘটলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছিলো । বিপদ এড়াতে সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।গাড়ির চালক ও খালাসি গাড়ি দাঁড় করিয়ে নেমে নিরাপদ স্থানে চলে যাওয়ায় কারোর কোনো ক্ষতি হয় নি।বেশ কিছুক্ষণের চেষ্টায় পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।







