প্রয়াত প্রবীণ সাংবাদিক পরিতোষ সান্যাল, আসানসোল শিল্পাঞ্চলে শোকের ছায়া
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: প্রয়াত আসানসোল তথা শিল্পাঞ্চলের প্রবীণ সাংবাদিক পরিতোষ সান্যাল। শনিবার রাতে বার্নপুর রোডের কোর্ট মোড় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান পরিবার সূত্রে জানানো হয়েছে। জানা গেছে, এদিন সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে ঐ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি আসানসোল শহর থেকে প্রকাশিত একটি হিন্দি দৈনিক পত্রিকায় কাজ করতেন। পরিতোষ সান্যাল সারাদিন হেঁটে একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ছুটে বেড়িয়ে সংবাদ সংগ্রহ করতেন। সাংবাদিকতার প্রতি তাঁর যে আবেগ ছিল তা যেকোন নতুন প্রজন্মের সাংবাদিককে অনুপ্রাণিত করবে।














তাঁর প্রয়াণে শিল্পপতি শচীন রায়, আর্য সমাজের সভাপতি জগদীশ কেডিয়া, শিল্পপতি নাথমল শর্মা, বিজয় শর্মা, সমাজসেবী কৃষ্ণা প্রসাদ, আসানসোল চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি নরেশ আগরওয়াল, সেক্রেটারি শম্ভুনাথ ঝাঁ, সভাপতি ওম বাগরিয়া, মুকেশ টোডি, ফসবেকির সুভাষ আগরওয়াল, আরপি খৈতান , সমাজসেবী জগদীশ কেডিয়া, ক্রেডাইয়ের বিনোদ গুপ্তা, কোলফিল্ড টিম্বার অ্যাসোসিয়েশনের সঞ্জয় তিওয়ারি, গৌরীশঙ্কর আগরওয়াল, আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শ্রাবণ আগরওয়াল, সতপাল সিং কির পিঙ্কি, শিখ ওয়েলফেয়ার সোসাইটির সুরজিত সিং মক্কর, সমাজকর্মী ও ব্যবসায়ী অজয় খৈতান, মার্চেন্ট চেম্বারের নিখিলেশ উপাধ্যায় রবিপাল আসি, আসানসোল মহাবীর স্থানের অরুণ শর্মা, মারোয়ারি যুব মঞ্চের সুদীপ আগরওয়াল, আনন্দ পারেক প্রমুখ শোক প্রকাশ করেছেন। সাংবাদিক মহলের তরফে শোক বার্তা দিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
আসানসোল শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ওরফে মিঠু ঘাঁটি বলেন, প্রায় সময়ই সান্যাল বাবু আমার দোকানে এবং বাড়িতে আসতেন। কথা বলতেন আসানসোলের বিভিন্ন বিষয় নিয়ে। বিভিন্ন তথ্য পেতাম ওনার কাছ থেকে। সাংবাদিকতার ক্ষেত্রে উনার মতো নিবেদিত প্রাণ খুব কমই দেখতে পাওয়া যায়। ক্লান্ত হয়ে গেলেই তিনি ঘাঁটি ক্লথ স্টোর অথবা বিএনআর মোড় সংলগ্ন আপকার গার্ডেনে আমার বাসভবনে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের খবরের খোঁজে বেরিয়ে পড়তেন।এমন একজন সাংবাদিকের মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হলো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে। তার আত্মার শান্তি কামনা করি।
বিশিষ্ট সমাজকর্মী এবং আসানসোলের বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ পরিতোষ সান্যালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রবীণ সাংবাদিক পরিতোষ সান্যাল আমার নমস্য । যাকে আমি আদর করে সান্যাল কাকু বলে ডাকতাম। তিনি কেবল সাংবাদিকদের জন্যই নয়, সকলের জন্যই অনুপ্রেরণার উৎস ছিলেন। যে বয়সে বেশিরভাগ মানুষ কর্মক্ষেত্র থেকে অবসর গ্রহণ করে বিশ্রাম নিয়ে বাড়িতে বসে যেতেন, সেই বয়সে সান্যাল কাকু কেবল আসানসোল নয়, পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সাংবাদিকতা চালিয়ে গেছেন। সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ একজন নব প্রজন্মের সাংবাদিককেও ছাড়িয়ে গেছে। কৃষ্ণ প্রসাদ আরো বলেন, সান্যাল কাকু দেখিয়েছেন যে, যদি কেউ সত্যিকার অর্থে নিবেদিতপ্রাণ হয়, তাহলে বয়স কোনও কাজে বাধা হতে পারে না। তিনি পরিতোষবাবুর মৃত্যুতে, এই শোকের সময়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ঈশ্বরের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।
সাংবাদিক মহলে তিনি সান্যাল দা ও সান্যাল কাকু বলে পরিচিত ছিলেন।







