দুর্গাপুর এসডিও অফিসে উত্তেজনা, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, রাস্তা অবরোধ, আটক বিধায়ক, বিক্ষোভ তৃণমূল ও সিপিএমের
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে উত্তেজনা। বিজেপির দুষ্কৃতীরা বৈধ ভোটারদের নাম সাত নম্বর ফর্মে ভরে জমা দিতে এসেছিল বিজেপির কর্মীরা। তখনই তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেয়। শুরু হয় বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তি। পরে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কর্মীদের লাঠি নিয়ে তাড়া করে। বিজেপির অভিযোগ তাদের কর্মীদের মারধর করা হয়েছে।বিজেপির জেলা নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কর্মীরা ফর্ম ৭ জমা দিতে এসেছিল। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওপর হামলা চালায়। লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালানো হয়। কর্মীদেরকে মারধর করা হয়েছে ।যদিও পাল্টা তৃণমূলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের অভিযোগ, বৈধ ভোটারদের নাম দিয়ে বিজেপির কর্মীরা ফর্ম ৭ জমা দিতে এসেছিল। সেই জন্যই আমরা দেখতে চেয়েছিলাম। আমরা কাউকে মারিনি।পরে হামলা করার প্রতিবাদে বিজেপির নেতা ও কর্মী দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে।














রাস্তা অবরোধ পুলিশ তুলতে গেলে তাদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। সবশেষে পুলিশ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে আটক করে নিয়ে যায়। আটক করা হয় অন্যদেরও।এদিকে, এদিনই বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে বিজেপির মদতে নির্বাচন কমিশন। এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখানো বামেদের তরফে। দুর্গাপুর মহকুমাশাসক দপ্তরের সামনে চলে এই বিক্ষোভ। বাম নেতৃত্বর অভিযোগ, বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এসআইআরের নামে সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে। একজন বাবার পাঁচ ছয় জন ছেলে হলে সেই নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে। সংখ্যালঘু ভোটারদের জোর করে শুনানিতে ডাকা হচ্ছে। তাদের ভয় দেখানো হচ্ছে।

চূড়ান্ত তালিকা বেরোনোর পর যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা।অন্যদিকে, এদিন একইভাবে বৈধ ভোটারদের নাম কাটার চক্রান্তকে সামনে রেখে দুর্গাপুরে মহকুমাশাসকের অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। শাসক দলের অভিযোগ, বিজেপির মদতে নির্বাচন কমিশন এইসব কাজ করছে। সব মিলিয়ে বলা যেতে পারে, রাজ্যের অন্য জেলার সঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালীন ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত রইলো ইস্পাত নগরী দুর্গাপুর।
9







