দুর্গাপুরে তৃণমূলের পতাকা খুলে ফেলার অভিযোগ, উত্তেজনা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়াল ইস্পাত নগরী দুর্গাপুরে।মঙ্গলবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের একটি জনসভা হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে শরৎচন্দ্র রোড সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে দলীয় পতাকা বাঁধা হয়েছিল। মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী ও সমর্থকরা দেখতে পান, একাধিক জায়গা থেকে সেই পতাকা খুলে ফেলা হয়েছে। স্বাভাবিক ভাবেই টই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তারা এবং প্রতিবাদে সামিল হন। পরে ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষের নেতৃত্বে আবারও পতাকাগুলি বাঁধা হয়।














এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ অভিযোগ করে বলেন,এটা বিরোধীদের চক্রান্ত। নোংরা রাজনীতি করা বিজেপির কাজ। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা কেউ রেহাই পাবে না বলে তিনি হুঁশিয়ারী দেন।অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, তৃণমূলের কর্মীরাই নিজেদের পতাকা খুলে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিজেপি এসব কাজ করে না। বিজেপি একটি সর্বভারতীয় দল। আমরা অশান্তির রাজনীতিতে বিশ্বাস করি না।এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যে কারণে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ বলে জানা গেছে।পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।







