অর্ধশত বছরে শিল্পাঞ্চলের অন্যতম সাহিত্য পত্রিকা তাপ উত্তাপের অনুষ্ঠানে সাংবাদিক কবি বিশ্বদেব কে বিশেষভাবে সম্মানিত করা হলো
বেঙ্গল মিরর, আসানসোল । পশ্চিম বর্ধমান জেলার জনপ্রিয় সাহিত্য পত্রিকা তাপ উত্তাপ অর্ধশত বছরে পদার্পণ করা উপলক্ষে একটি মনোরম অনুষ্ঠান হলো রবিবার দিনভর আসানসোল শহরের স্পন্দন পার্কে। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে ইশান ব্যানার্জী সূচনা করার পরে অমল বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন কিভাবেই গত ৫০ বছর ধরে এই লিকুই ম্যাগাজিন কে সাহিত্যের স্বার্থে বাঁচিয়ে রেখেছেন তার জীবনের এটাই প্রথম প্রেম। আজকের দিনে লিটিল ম্যাগাজিন এর প্রয়োজনীয়তা কি তারও তিনি ব্যাখ্যা করেন। রামেশ্বর বন্দ্যোপাধ্যায় তাপ উত্তাপের ৫০ বছরের ইতিহাস তুলে ধরেন।কলকাতা থেকে লেখক সিদ্ধার্থ সিংহ,দীপান্বিতা মিত্র,উত্তরবঙ্গ থেকে কবি অলোক চক্রবর্তী, ঝাড়খন্ড থেকে বাপ্পাদিত্য ব্যানার্জী,সুকুমার পাল সুজিত পাঁজা প্রদীপ বন্দ্যোপাধ্যায়, শিল্পী ও সাংবাদিক দেবব্রত ঘোষ, বাসুদেব মন্ডল সহ বহু গুণীজন উপস্থিত ছিলেন।














পশ্চিম বর্ধমান জেলার নবীন এবং প্রবীণ বহু কবি লেখকদের উপস্থিতি ছিল।এদিন বিশিষ্ট প্রবীণ সাংবাদিক কবি ও আবৃত্তিকার এবং সমাজকর্মী বিশ্বদেব ভট্টাচার্যের ৫০ বছরের সাংবাদিকতা এবং ষাট বছরের সাহিত্যের অনন্য অবদানের জন্য তাকে উল্লেখযোগ্য স্মার ক মানপত্র এবং উত্তরীয় ও বেশ কয়েকটি কবিতার বই দিয়ে সম্মান জানানো হয়। কবি সিদ্ধার্থ সিংহ অমূল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা তাকেই সম্মান তুলে দেন। ঝাড়খণ্ডের রাঁচি থেকে আসা গল্পকার বাপ্পাদিত্য ব্যানার্জী, আসানসোলের কবি প্রকাশ ঘোষাল,এবং কবি মিতালী পালকে তাপ উত্তাপের তরফে সম্মাননা জানানো হয়।বক্তব্য রাখেন কবি অলোক চক্রবর্তী, বাপ্পাদিত্য ব্যানার্জী,নবগোপাল চৌধুরী এবং শ্যামল চট্টোপাধ্যায়। গানে অংশ নিয়েছিল সঙ্গীতায়নের ছাত্রীবৃন্দ। এদিনের অন্যতম সেরা বক্তা।বিশ্বদেব ভট্টাচার্য বলেন – ৫০ বছর যাবত একটি সাহিত্য পত্রিকা প্রকাশ বিষ্ময়কর।
এই পত্রিকার আরো দু বছর আগে আগে কলেজে পড়তে গিয়ে অমল বন্দ্যোপাধ্যায়ের সাথে তার যোগাযোগ এবং দীর্ঘদিন লিটল ম্যাগাজিনে করার ক্ষেত্রে তার লড়াই উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে বিশ্বদেব বলেন কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক তারা তখনই জনমানুষে প্রতিষ্ঠা পান যদি সত্যি কারের তারা একজন সমাজকর্মী হয়ে ওঠেন তাদের বিশ্বাস এবং লেখা যখন একই সূত্রে বাঁধা যায় তখনই ভাব পাঠকের প্রিয় হয়। বা শ্রোতার কাছে জনপ্রিয় হয়। আর এর জন্য দরকার শুধু একাগ্রতা নয় সততা নয় মেরুদণ্ড সোজা করে থাকা। বাপ্পাদিত্য ব্যানার্জী এবং প্রকাশ ঘোষাল তাঁদের বক্তব্যে তুলে ধরেন সাহিত্য পত্রিকা প্রকাশের ধারাবাহিকতা রাখা বর্তমান সময়ে কেবল দুঃসাহসিক কাজ নয়,অসম্ভব কাজ,যে কাজটি করে দেখিয়েছেন সম্পাদক অমল বন্দ্যোপাধ্যায়। একইভাবে কবি পার্থ প্রতিমা আচার্য অনুষ্ঠানের প্রশংসা করেন এই অনুষ্ঠান উপলক্ষে কুচে কাচাদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতাও ছিল সঙ্গে ছিল স্বরচিত কবিতা পাঠ।







