আসানসোলে এসআইআরে হিয়ারিং ঘিরে উত্তেজনা, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, রাস্তা অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জিটি রোডের ভাঙ্গা পাঁচিল এলাকায় ওল্ড স্টেশন স্কুলের সামনে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ায় হিয়ারিং বা শুনানি পর্ব চলাকালীন বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়াল।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হিয়ারিং চলার মধ্যেই বিজেপির দুষ্কৃতীরা এসে হামলা চালায়।আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা রবি উল ইসলাম বলেন, প্রথমে ওল্ড স্টেশন স্কুলে হিয়ারিং প্রক্রিয়া শুরু হলেও , হঠাৎ করেই সেই স্থান পরিবর্তন করে তা পেছনের দিকে রেলের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে দু’টি ছোট ঘরে প্রায় ১৪ পার্টের মানুষের হিয়ারিং চলছিল। সেই সময় প্রায় ৬০০ জন মানুষ হিয়ারিং প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন এবং পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছিল।














রবিউল ইসলামের অভিযোগ, সেই সময় একটি মিনি ট্রাকে করে বিজেপির কিছু দুষ্কৃতী সেখানে এসে পাথর ছোঁড়া শুরু করে এবং লাঠি নিয়ে হামলা চালায়। তিনি বলেন, ঘটনার সময় আমি বাধা দিতে গেলে আমার উপরেও হামলা করা হয়। এই হামলায় তিনি আহত হন এবং তার চশমা ভেঙে যায়।তৃণমূল নেতার প্রশ্ন, সুপ্রিম কোর্টের নির্দেশে যখন গণতান্ত্রিক ও আইনি পদ্ধতিতে এসআইআর হিয়ারিং সম্পন্ন করা হচ্ছে, তখন বিজেপি কেন এই ধরনের গুন্ডামি করছে?তিনি আরো বলেন, বিজেপি বুঝে গেছে যে এসআইআর করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব নয়। তাই তারা হিংসার পথ বেছে নিয়েছে। এরপরে এই ঘটনার প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন।
খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও, বিজেপির তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আমরা ঘটনার কথা শুনেছি। বিজেপি তৃণমূল কংগ্রেসের উপরে হামলা চালিয়েছে, এটা শুনতে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাস্য শোনাচ্ছে। তবুও ঠিক কি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।







