রানিগঞ্জে প্রাক্তন অধ্যক্ষর বাড়িতে চুরির ঘটনার কিনারা, ধৃত ২, উদ্ধার চোরাই সামগ্রী
বেঙ্গল মিরর, রানিগঞ্জ,চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* ড্রাগের নেশায় নেশাগ্রস্ত দুই পেশাদার চোর পুলিশের জালে ধরা পড়ে আদালতে যাওয়ার পথে নিজেদের বক্তব্য দাবী করলেন নেশার টাকা জোগাড় করতে তারা বারংবার চুরির কাজে যুক্ত হয়েছে, শনিবার রানিগঞ্জে প্রাক্তন অধ্যক্ষর বাড়িতে চুরির ঘটনার কিনারা হওয়ার সময়ই পুলিশের হেফাজতে থাকা দুই অপরাধীকেই আদালতে হাজির করার সময় এমনই কথা উঠে এলো ধৃত দুই অভিযুক্তর বয়ানে। ধৃত ২ পেশাদার চোর, নিজেদের বক্তব্যে স্বীকার করল যে তারা, রানিগঞ্জের টিডিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ নিপঙ্কর হাজরার বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করেছিল। আর এই সমস্ত বিষয়টি বিভিন্ন নথি জোগাড় করে কিনারা করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ।আর এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করার পাশাপাশি, চুরি যাওয়া বিভিন্ন সামগ্রীও পুলিশ উদ্ধার করেছে।














শনিবার রানিগঞ্জ থানায় থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত এক সাংবাদিক বৈঠকে রানিগঞ্জের স্কুল পাড়া এলাকার বাসিন্দা টিডিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ নিপঙ্কর হাজরার বাড়িতে ১০ ডিসেম্বর হওয়া চুরির ঘটনায় পুলিশের সাফল্য সম্পর্কে স্ববিস্তারে নিজের কথা তুলে ধরেন। তিনি বলেন, ডঃ হাজরা চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে তিনি জানতে পারেন যে তার বাড়িতে চুরি হয়েছে। রানিগঞ্জ থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করে। বিকাশ দত্ত জানান, রানিগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ গোটা ঘটনার তদন্ত করতে নেমে এক মহিলার নামে রেজিষ্ট্রেশন করা একটি মোটরসাইকেল উদ্ধার করে। জানা যায়, ঐ মহিলার ছেলে একজন দাগি চোর , তার বিরুদ্ধে অসংখ্য অপরাধের অভিযোগ রয়েছে। এরপরই পুলিশ আরো তদন্ত করে আসানসোলের রেল পার এলাকা থেকে দুই অভিযুক্ত মহঃ আসিফ আনসারী ও মহঃ জহিউদ্দিন ওরফে টিপুকে গ্রেপ্তার করে। গ্রেফতার করার পরে তাদের আদালতে হাজির করা হলে সেখানে বিচারকের কাছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পান। এরপরই হেফাজতে থাকা অবস্থায় দুজনকে জেরা করে বেশ কিছু চুরি যাওয়া গয়না ও নগদ প্রায় ৪৫ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, অপরাধীরা ডাঃ হাজরার বাড়ি থেকে চুরি যাওয়া টাকার একটি বড় অংশ, মাদকের কেনার পেছনে খরচ করেছে। ধৃতর ধারাবাহিকভাবে অপরাধের সাথে জড়িত আর মাদকাসক্ত। তিনি আরো বলেন, ঐ চুরির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তবে এদিন আদালতে যাওয়ার আগে ধৃত ওই দুই অভিযুক্ত নিজেদের বক্তব্যে তারা দাবি করে তারা ধীরে ধীরে এই চুরি করার অভ্যাস ছাড়তে চায় কিন্তু নেশার জন্যই তারা বাধ্য হয়েছে এই চুরির করতে।


