আসানসোলে বিজেপি নেতার উদ্যোগে রক্তদান শিবির ও দলীয় কার্যালয়ের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সমাজসেবী বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদের উদ্যোগে রবিবার আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের কাল্লা এলাকায় তার বাসভবনের কাছের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে প্রথমে ধর্মীয় আচার ও যঞ্জ হয়। তারপর প্রার্থনার মাধ্যমে কৃষ্ণ প্রসাদ অনুষ্ঠানের সূচনা করেন। এরপর একটি মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়। বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ারও দেওয়া হয়। এদিন ৫০১ টি গণবিবাহের জন্য রেজিষ্ট্রেশন করা হয়। কৃষ্ণ প্রসাদ এই ৫০১ টি গণবিবাহের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।একইসাথে, এদিন আসানসোল পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ও উদ্বোধন করা হয়। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বিজেপির রানিগঞ্জ ইনচার্জ এবং প্রাক্তন কাউন্সিলর আশা শর্মা সহ অন্যান্য বিজেপি নেতা এবং বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদীপ জ্বালিয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।














অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, কৃষ্ণ প্রসাদকে সবাই একজন সমাজসেবী হিসেবে চেনেন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত। কিন্তু বিজেপিতে সক্রিয় হওয়ার পর, তিনি যেভাবে এই অঞ্চলের মানুষের সমস্যা তুলে ধরেছেন, শুধু তাই নয়, নিজের স্তরে সেগুলি সমাধানের চেষ্টাও করছেন, তার প্রশংসা করা যথেষ্ট নয়। তিনি বলেন, এই ধরনের মানুষের মাধ্যমেই সমাজে পরিবর্তন আসে। তিনি বর্তমান ব্যবস্থা পরিবর্তনের জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন যে বিজেপি তাদের সাথে আছে।
এই প্রসঙ্গে কৃষ্ণ প্রসাদ বলেন, গত কয়েক মাস ধরে আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। সেইসব এলাকার যে পরিস্থিতি দেখেছি তা কল্পনা করা যায় না। মানুষ অত্যন্ত সমস্যাগ্রস্ত পরিস্থিতিতে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এই সব ঘটছে কারণ দুর্নীতি এউ ব্যবস্থার একটি অংশ হয়ে উঠেছে। যে কারণে মানুষ তাদের অধিকার পাচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্যান্য রাজ্য যেমন উন্নয়ন করছে, ঠিক তেমনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর বাংলায়ও উন্নয়নের একই ঢেউ দেখা যাবে বলে দাবি করেন কৃষ্ণা প্রসাদ।







