আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা ও ফাঁড়ির ওসি ও আইসি বদল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৯ সাব-ইন্সপেক্টর বা এসআইকে (ইউবি) বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়েছ। মঙ্গলবার পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশিকা আসানসোল দুর্গাপুরের দপ্তর থেকে জারি করা হয়।জারি করা এই নির্দেশিকা অনুযায়ী, মোট ১৯ জনকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। পাশাপাশি অবিলম্বে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির এই তালিকায় ৬টি থানার ওসি ও ১০ টি ফাঁড়ির ইনচার্জ বা আইসি রয়েছেন। তিন অফিসারকে থানা, আইসি ও এসবি থেকে ওসি ও ফাঁড়ি ইনচার্জ করে পাঠানো হয়েছে।











হিরাপুর, অন্ডাল, পান্ডবেশ্বর, বুদবুদ, ফরিদপুর, কোক ওভেন, এনটিএস, আসানসোল উত্তর থানা , আসানসোল সাউথ পিপি, চুরুলিয়া, কন্যাপুর, নিয়ামতপুর, শাঁকতোড়িয়া, বিধাননগর, জাহাঙ্গীর মহল্লা, পাঞ্জাবিমোড়, কেন্দা ও বরাকর আইসিদের নাম এই তালিকায় রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করতেই এই রদবদল। পুলিশ কমিশনারের স্বাক্ষরিত নির্দেশিকায় সংশ্লিষ্ট সমস্ত ডিসিপি, এসিপি ও থানার ওসিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়নি। এই মুহুর্তে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। ফেব্রুয়ারি মাসের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তারপরেই হয়তো বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট কমিশন ঘোষণা করে দেবে। মনে করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে এই বদলি করা হয়েছে। জানা গেছে, আরো কিছু পুলিশ অফিসারদের বদলি করা হবে। এর পাশাপাশি বেশ কিছু থানার ইন্সপেক্টর ইনচার্জদের বদলি খুবই শীঘ্রই করা হতে পারে।










