আসানসোল পুর এলাকায় ” আমাদের পাড়া আমাদের সমাধান “, কাজ নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ” আমাদের পাড়া, আমাদের সমাধান ” প্রকল্পের কাজ নিয়ে মঙ্গলবার বিকেলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম একটি বৈঠক করেন। সেই বৈঠকে জেলাশাসক আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান, আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে এবং প্রকৌশলীদের সাথে ” আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। তাদের দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এই বৈঠক পুরকমিশনার একম জে. সিং, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।














পরে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, ” আমাদের পাড়া আমাদের সমাধান” হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যার জন্য সরকার ইতিমধ্যেই টাকা করেছে। প্রতিটি ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পে কাজটি চিহ্নিত করেছেন। তাই কোনও বাধা থাকবে না এবং নাগরিকরা পূর্ণ সহযোগিতা করবেন।তিনি আরো বলেন, পুর এলাকায় এই প্রকল্পের অধীনে ৩,৫০০টি কাজ এবং পথশ্রী প্রকল্পের অধীনে ২৫০টি কাজ অনুমোদিত হয়েছে। টাকা বরাদ্দ সত্ত্বেও ঠিকাদারদের অভাবে টেন্ডার প্রক্রিয়া আটকে রয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর এই প্রকল্পটি সম্পন্ন করতে সকল ঠিকাদারদের সহযোগিতা করার আহ্বান জানান।







