দুদিনের বঙ্গ সফরে পশ্চিম বর্ধমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি, অন্ডাল বিমানবন্দরে স্বাগত জানালেন শমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী
বেঙ্গল মিরর, অন্ডাল ও দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার সন্ধ্যায় দুদিনের পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় এলেন। তিনি এদিন দিল্লি থেকে অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন। তাকে রাজ্য বিজেপির তরফে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে প্রথম স্বাগত জানান সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য। এরপরে তাকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিমানবন্দরে জড়ো হওয়া প্রচুর সংখ্যায় বিজেপি নেতা ও কর্মীরা ফুলের তোড়া এবং ঢোল বাজিয়ে স্বাগত জানান। তারা “ভারত মাতা কি জয়”, “নীতিন নবীন জিন্দাবাদ” ও “বিজেপি জিন্দাবাদ” স্লোগান দেম। এছাড়াও ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ সহ অন্যান্যরা।














সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য নিরঙ্কুশ জয় দাবি করেন। বাংলায় বিজেপি সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নীতিন নবীনের দুদিনের বাংলা সফর নির্বাচনের গতিপথ বদলে দেবে। তার নির্দেশে বিজেপি বিহারের পরে বাংলায়ও সরকার গঠন করবে।অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি সোজা চলে যান দুর্গাপুর। সেখানে তিনি কমল মেলার উদ্বোধন করবেন। মঙ্গলবার রাতে তিনি দুর্গাপুরে থাকবেন। বুধ সকালে প্রথমে তার দুর্গাপুরে দলের সাংগঠনিক বৈঠক করবেন। পরে আসবেন রানিগঞ্জে। সেখানেও তার দলের সংগঠন নিয়ে নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
এদিকে, এদিনই বিমানবন্দরে আসা তৃণমূল কংগ্রেসের বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, এই দিল্লি না, এটা পশ্চিমবঙ্গ। এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন। তার পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে জানেন, তাই বিজেপির জাতীয় সভাপতির এই সফর তৃণমূলের জন্য কোন চিন্তার বিষয় নয়। বিধানসভা নির্বাচনেও এর কোনও প্রভাব পড়বে না বলে তার দাবি।







