বার্নপুরের বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রোগ্রেসিভ হেল্থ এ্যাসোসিয়েশনের
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সংগঠনের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার প্রোগ্রেসিভ হেল্থ এ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান জেলা কমিটি আসানসোলের বার্নপুরের সূর্যনগরে প্রান্তিক বৃদ্ধাশ্রমে বসবাসকারী পুরুষ ও মহিলা আবাসিকদের জন্য একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে । চিকিৎসকরা বৃদ্ধাশ্রমের বয়স্ক আবাসিকদের রক্তচাপ বা ব্লাড প্রেসার, রক্তে শর্করা বা ব্লাড শুগার , ইসিজি এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয় পরীক্ষা করেন। এছাড়াও, সংগঠনের সদস্যরা বৃদ্ধাশ্রমে কর্মরত কর্মী ও কেয়ারটেকারদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।














প্রসঙ্গতঃ, এক বছর আগে প্রোগ্রেসিভ হেল্থ এ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। এই সংগঠনে সভাপতি হলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। সংগঠনটি গত বছর ধরে সময়ে সময়ে এই ধরণের বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। এছাড়া, এদিন সংগঠনের তরফে বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য খাবারেরও ব্যবস্থা করে।চিকিৎসক সংগঠনের এই উদ্যোগে স্বাভাবিক ভাবেই খুশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা।







