দুর্গাপুরে আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার, খুনের অভিযোগে উত্তাল এলাকা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : * দুর্গাপুর ইস্পাত হাসপাতালের এক অস্থায়ী আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর থানার ডি-সেক্টর মার্কেট এলাকায়। মৃতার নাম ছবি দাস (৫৫)। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়ার হিসেবে কাজ করতেন।স্থানীয়দের অভিযোগ, ছবি দেবী ডি-সেক্টরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশেই দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে থাকতেন। বুধবার ওই বাড়ি থেকে পচা গলা দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে ঘরের ভেতরে ঢুকে কঙ্কালসার দেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কঙ্কালসার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।














ঘটনার প্রেক্ষিতে মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে টাকা-পয়সা নিয়ে অশান্তি চলছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, “ছবি দাস খুব ভালো মানুষ ছিলেন। কয়েক মাস ধরে দাম্পত্য কলহ চলছিল। সেই থেকেই এই খুন বলে মনে করছেন। গন্ধ যাতে বাইরে না ছড়ায়, তার জন্য দেহের উপর নুন ছেটানো হয়েছিল। আমরা দোষীর কঠোর শাস্তি চাই।” পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। ওই এলাকায় পুলিশ লেখা কডন করে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে এসিপি সুবীর রায়।







