WBP: ১০৯ জন ইন্সপেক্টরকে বদলি, কৌশিক কুণ্ডু ব্যারাকপুরে গেলেন, বিপ্লব পতি আসানসোল দুর্গাপুর পুলিশে ফিরে এলেন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়* : ১০৯ জন ইন্সপেক্টর-স্তরের অফিসারকে পশ্চিমবঙ্গ পুলিশে বদলি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এই বদলিটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডুকে ব্যারাকপুরে এসবি বিভাগে বদলি করা হয়েছে, আর রাণীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তকে চন্দননগরে বদলি করা হয়েছে। বিপ্লব পতি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পুনরায় ফিরে এসেছেন।


















