জেলা গ্রন্থাগারে বিবেক বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোল জেলা গ্রন্থাগারে বিবেক বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।রবিবার এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে।এদিনের শিবিরে প্রায়ঃ ৩৫ জন রক্তদান করেছেন।রক্তদাতাদের মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। জানা গিয়েছে এদিন বিবেক বাহিনীর উদ্যোগে এই রক্তদান শিবিরে বহু বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন।উদ্যোগক্তাদের তরফে জানানো হয়েছে এই পরিস্থিতিতে যাতে আসানসোল জেলা হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা না দেয় তারজন্য এই রক্তদান শিবির করা হয়েছে।এদিন উপস্থিত ছিলেন আরকে মিশনের শিক্ষক দিলীপ কুমার ভট্টাচার্য, এনসি লাহিড়ির শিক্ষক দেবাশিষ চ্যাটার্জী, বিবেক বাহিনীর তমোজিৎ, আশুতোষ মন্ডল, সার্থক দে, সঞ্জিত সার্কেল, অর্ণব দাস, সুপ্রতিম দাস, দীপ দাস, অংকুশ ঘোষ, সুদীপ্ত দত্ত, পৌলমি । চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
Read More