ASANSOL-BURNPUR

আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয় / শুরু হলো উর্দুতে এমএ ও এলএলবি পড়ানো / উদ্বোধন করলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি.

আসানসোলঃ পশ্চিম বর্ধমান  জেলার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে  শুরু হলো উর্দুতে এমএ ও এলএলবি কোর্স পড়ানো। এদিন সকালে  এক অনুষ্ঠানে  নতুন এই  পাঠ্যক্রম পড়ানোর উদ্বোধন  করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পুরনিগমের  মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সাধনকুমার চক্রবর্তীও এদিনের অনুষ্ঠানে ছিলেন। 

উর্দু ভাষায় এমএ পড়ানো শুরু  হওয়ায় এই জেলার পাশাপাশি আশপাশের এলাকার উর্দূ ভাষাভাষী ছেলেমেয়েরা উপকৃত হবে বলে  মন্ত্রী ও মেয়র মনে করেন। তারা জানান, রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব ভাষাকেই সমান মর্যাদা ও গুরত্ব দিচ্ছেন। তাই আজকে আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে উর্দুতে মাস্টার ডিগ্রীর কোর্স শুরু  হলো। একইসঙ্গে সঙ্গে এলএলবি পড়া আজ থেকে শুরু হলো। মেয়র আরো বলেন , এরজন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *