ASANSOL-BURNPUR

আসানসোলে বিজেপি ছেড়ে তৃনমুল কংগ্রেসে যোগদান শতাধিক কর্মী ও সমর্থকের

আসানসোলঃ  আসানসোল পুরনিগমের ৭৭ নং ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার প্রায় ১৫০ জন বিজেপি কর্মী ও সমর্থক শনিবার দলবদলে তৃনমুল কংগ্রেসে যোগদান করেন। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি হাত থেকে পতাকা নিয়ে তারা তৃণমূলে যোগ দিলেন।  জিতেন্দ্র তেওয়ারি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের   উন্নয়নের দিকে তাকিয়ে ও বিজেপির ধর্ম ও বিভেদের রাজনীতিতে বীতশ্রদ্ধ  হয়েই  এারা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলো। যদিও বিজেপির জেলা নেতৃত্ব  বলেছে ,  যারা যোগ দিয়েছে তারা দলের কেউ নয়। দুই বা তিনজন সমর্থক গেলেও দলে তাতে কোন প্রভাব  পড়বে না।  বিজেপির কোন বড়মাপের  কর্মী বা নেতা এদিন অন্য কোন দলে যোগ দিয়েছে বলে  আমাদের কাছে খবর নেই।

Leave a Reply