ASANSOL-BURNPUR

জনপ্রিয় অভিনেতা এবং কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তাপস পাল প্রয়াত

বেঙ্গল মিরর,  কলকাতা, ১৮ ই ফেব্রুয়ারি,২০২০,  সৌরদীপ্ত সেনগুপ্ত:  বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। গতকাল সোমবার  রাত সাড়ে তিনটার দিকে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন তাপস পাল।

১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তির পর থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ৬ ফেব্রুয়ারি তাঁর ভেন্টিলেশন খুলে নেওয়া হয়। গতকাল রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত তিনটা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। 

“দাদার কীর্তি “,” সাহেব” , “পারাবত প্রিয়া” , “অনুরাগের ছোঁয়া”, ” ভালোবাসা ভালোবাসা” প্রভৃতি সুপারহিট সিনেমা তাকে সুপারস্টার করে তোলে।
বলিউডে মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেন “অবোধ” সিনেমায়।
২০০৯ সালে তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে জিতে তিনি সাংসদ হন।
বাংলার চলচ্চিত্র মহলে তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *