ASANSOL-BURNPUR

হরিদ্বারে বেড়াতে গিয়ে আটকে পড়া আসানসোলের তীর্থযাত্রীদের আসানসোলে প্রবেশ; জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ১৪ দিন হোম কোয়ারান্টইন থাকার নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোলে, ২৯ শে মার্চ, ২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত: 
 আসানসোলের বার্ণপুরের ৩৯ জন তীর্থযাত্রীদের একটি দল উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার থেকে আসানসোলে ফিরে এলেন৷ বস্তুত আসানসোলের কাছেই পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের বর্ডার।

আসানসোলে আসার আগে থেকেই এই খবর প্রশাসন এবং পুলিশের কাছে এই খবর ছিল।
ফলে তিনটি উত্তরাখণ্ড নম্বরের টাটা উইঙ্গার ভ্যানে করে এই দল যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে প্রশাসন এবং পুলিশ ওই তীর্থযাত্রীদের দলকে আসানসোল জেলা হাসাতালে নিয়ে আসেন।
জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ওই দলের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় । জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় লকডাউনে ওই তীর্থযাত্রীরা হরিদ্বারে আটকে পড়েন। এরপর তারা পশ্চিমবঙ্গ সরকারের সাথে যোগাযোগ করেন এবং ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় এবং এরপর তার বাংলায় বাড়ী ফিরে আসেন তীর্থযাত্রী রা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *