পশ্চিম বর্ধমান জেলা / লক ডাউনে সমস্যায় পথে থাকা মানুষ / দুপুরের খাবার দিলেন আসানসোলের ব্যবসায়ী
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৩১ মার্চঃ করোনা ভাইরাসের মোকাবিলায় লক ডাউনের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পথে থাকা মানুষেরা। তাদের একদিকে টাকা না থাকায়, তারা খাবার জোগাড় করতে পারছেন না।
মঙ্গলবার দুপুরে এমনই তিন শতাধিক মানুষকে খাবার দিলেন আসানসোলের ব্যবসায়ী তথা রেলের কমিটির ( জেডআরইউসিসি) সদস্য মিঠু ওরফে সুব্রত ঘাঁটি।
এদিন তিনি নিজের উদ্যোগে আসানসোল স্টেশন চত্বর, রবীন্দ্র ভবনের সামনে সহ একাধিক জায়গায় ঘুরে ঘুরে দুপুরের খাবার বিতরণ করেন। তারমধ্যে যেমন ভবঘুরেও ছিলেন, তেমনই ছিলেন রাস্তায় কাজ করা সাফাই কর্মীরা।
সুব্রতবাবু বলেন, বর্তমানে গোটা দেশের পাশাপাশি এই আসানসোল শহরও একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকেই খাবার পাচ্ছেন না। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে এদিন কিছু মানুষকে দুপুরের খাবার দিলাম। আগামীদিনে এই উদ্যোগ চালিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবো।