পশ্চিম বর্ধমান জেলা / লক ডাউনে সমস্যায় পথে থাকা মানুষ / দুপুরের খাবার দিলেন আসানসোলের ব্যবসায়ী











মঙ্গলবার দুপুরে এমনই তিন শতাধিক মানুষকে খাবার দিলেন আসানসোলের ব্যবসায়ী তথা রেলের কমিটির ( জেডআরইউসিসি) সদস্য মিঠু ওরফে সুব্রত ঘাঁটি।
সুব্রতবাবু বলেন, বর্তমানে গোটা দেশের পাশাপাশি এই আসানসোল শহরও একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকেই খাবার পাচ্ছেন না। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে এদিন কিছু মানুষকে দুপুরের খাবার দিলাম। আগামীদিনে এই উদ্যোগ চালিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবো।




