আসানসোলের সুভাষ সমিতি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে দিলো ৫০ হাজার টাকা
বেঙ্গল মিরর, আসানসোল, ৮ এপ্রিলঃ আসানসোল গ্রাম সুভাষ সমিতির পক্ষ থেকে করোনা ভাইরাসের মোকাবিলায় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ৫০ হাজার টাকা দেওয়া হলো। বুধবার সকালে সুভাষ সমিতির সামনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।



উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বাচ্চু রায়, সম্পাদক অসিতবরণ রায় সহ অন্যান্যরা।
প্রসঙ্গতঃ, আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন ক্লাব, সংগঠন ও ব্যক্তিগতভাবেই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সহায়তা করেছেন।