চুরুলিয়ায় কোয়ারন্টাইন সেন্টার তৈরী করে আক্রান্তদের রাখাকে কেন্দ্র করে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ; ওসি সহ অন্যান্য পুলিশকর্মীরা গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন; আহত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে এম এম আই সি পূর্নাশশী রায়
গোটা এলাকা মুহুর্তের মধ্যেই উত্তেজনাপ্রবন হয়ে পড়ে। ঘটনার খবর করতে গিয়ে আহত হন সংবাদমাধ্যমের বেশ কিছু সাংবাদিক।
পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা বাইক এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।পরিস্থিতি সামাল দিতে পুলিশ রীতিমত হিমসিম খায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
। তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “সকালবেলা খবর পাই চুরলিয়া যুব আবাস কে কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করাননি এলাকার মানুষ আপত্তি জানায় এবং এর বিরোধিতায় একটি বড় ঝামেলার সৃষ্টি হয়। পুলিশ ঝামেলা থামাতে গেলে আহত হন জামুরিয়া থানার ওসি সুব্রত ঘোষ সহ আরো অনেক পুলিশ কর্মী। জামুড়িয়ার ওসি গুরুতর আঘাত নিয়ে ভর্তি রয়েছেন রানিগঞ্জের ” রয়্যাল কেয়ার” হাসপাতালে। এছাড়া থানার মেজবাবু এবং মিহিরবাবু আসানসোল হেলথ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। আসানসোলের জেলা হাসপাতালে তিনজনকে তিনজনকে ভর্তি করা হলো। এছাড়া আরো কেউ যদি আহত হন তাদের চিকিৎসা যাতে ঠিকভাবে হয় সেটা তিনি দেখবেন। প্রশাসন প্রশাসনের মত কাজ করছে।”