সুস্থ হয়ে দূর্গাপুরের হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহিলা / আসানসোল ও দূর্গাপুরের মানুষদের লক ডাউন সহ সব নির্দেশ মেনে চলার আবেদন মেয়র জিতেন্দ্র তেওয়ারির
বেঙ্গল মিরর,আসানসোলঃ দূর্গাপুরের কোভিড ১৯ হাসপাতাল থেকে বৃহস্পতিবার বিকালে সু্স্থ হয়ে বাড়ি ফেরেন আসানসোলের ৪৩ নং ওয়ার্ডের নুরুদ্দিন রোডের বাসিন্দা মঞ্জুলা সাউ। এই প্রসঙ্গে এদিন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, আসানসোলের যে মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তিনি এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এটা পশ্চিম বর্ধমান জেলার ভালো।
এই মুহুর্তে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কেউ নেই। আসানসোল ও দূর্গাপুরের মানুষদের কাছে আমার আবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন, পুলিশ ও পুরনিগম লক ডাউন সহ যা কিছু মেনে চলতে বলছে, তা মেনে চলুন। তাহলে এই জেলাকে আমরা করোনা মুক্ত রাখতে পারবো। সবাই সুস্থ থাকবো।