ASANSOL-BURNPUR

মোহনবাগান ক্লাবের ম্যাসকট বাপি মাঝির পাশে দাঁড়ালেন ‘DEB TV’ র কর্ণধার দেব কুমার চট্টোপাধ্যায়

বেঙ্গল মিরর, কোলকাতা: 

কলকাতা ময়দানের অত্যন্ত পরিচিত মুখ ও মোহনবাগান ক্লাবের সমর্থকদের অত্যন্ত প্রিয় ম্যাসকট বাপি মাঝির পাশে দাঁড়ালেন ‘DEB TV’ র কর্ণধার দেব কুমার চট্টোপাধ্যায়।

২৮.০৪.২০ তারিখে বাপি মাঝির বাড়ি গিয়ে ২৫ কেজি চাল, ২কেজি ডাল, ১০ কেজি আটা, ১ কেজি সয়াবিন, ৫ কেজি তেল, মশলাপাতি, ১০ কেজি আলু, পেঁয়াজ ও নগদ ৩০০০ টাকা তুলে দেন দেব কুমার চট্টোপাধ্যায় ।

Advt.

Leave a Reply