মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অনুপ্রেরণা / করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের রিলিফ ফান্ডে জমানো ৫১ হাজার টাকা দিলেন রানিগঞ্জের ৮৪ বছরের বৃদ্ধা

বেঙ্গল মিরর, দলজিত্ সিংহ, রানিগঞ্জ: করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় নিজের জমানো টাকা রাজ্যের রিলিফ ফান্ডে দিলেন রানিগঞ্জের বাসিন্দা ৮৪ বছরের বৃদ্ধা কৌশল্যা রানি কৌর বাগ্গা।

শুক্রবার তিনি নিজের জমানো ৫১ হাজার টাকার একটি চেক রিলিফ ফান্ডে দেওয়ার জন্য আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারির হাতে তুলে দেন। মেয়র জিতেন্দ্র তেওয়ারি কৌশল্যাদেবীর এই দানকে গ্রহণ করে নতমস্তকে বলেন, যখন সমাজের একজন অভিভাবক নিজের সারা জীবনের জমানো টাকা দান করেন। তখন আমাদের কাজ করার উৎসাহ দ্বিগুণ হয়ে যায়।

riju advt

advt

সমাজের সবাই যখন নিজেদের টাকা ব্যাঙ্ক বা অন্য জায়গায় জমা রেখে, তাকে বাড়ানোর চেষ্টা করেন, তখন এই ধরনের দান সত্যিই প্রশংসনীয়। বৃদ্ধার এই কাজে তার পুরো পরিবার পাশে থেকে তাকে উৎসাহ দিয়েছেন। যা গোটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত।