ASANSOL-BURNPUR

আমফান বিপর্যস্ত এলাকায় সহায়তা দিলেন দেবকুমার

বেঙ্গল মিরর, কোলকাতা: আমফান ঘূর্নি ঝড়ের পর হাবড়াব্লকের কুমড়া অঞ্চল ও মছলন্দপুর ১,২ বেরগুম,প্রিথিবা,রাউতারা,এবং হাবড়া পৌড়সভার কয়েকটি বুথ ঘুড়ে দেখেন-

আর জে এস পির জাতীয় সভাপতি দেব কুমার চ্যাটার্জি ও আর পি আইয়ের রাজ্য সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক এবং বাংলার পর্বের সম্পাদক সোমনাথ ঘোষ। এরপর বিস্তীর্ন অঞ্চল ঘুরে দেখেন এবং কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্না বিশ্বাসের হাতে নগদ ৫০০০/- টাকা তুলে দেন দেব টিভির সীইও দেবকুমার চট্টোপাধ্যায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *