ASANSOL-BURNPUR

বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এবং যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ কে গ্রেপ্তারের প্রতিবাদ হিসেবে আসানসোলে যুব মোর্চার প্রতিবাদ মিছিল

আসানসোল ,১৬ ই জুন,২০২০, সৌরদীপ্ত সেনগুপ্ত :  রাজ্য বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ এবং রাজ্য সম্পাদক সায়ন্তন বসু কে কলকাতায় ফুলবাগান অঞ্চলে গ্রেপ্তার করার প্রতিবাদ হিসেবে মঙ্গলবার আসানসোলে প্রতিবাদ মিছিল  করা হল বিজেপির যুব মোর্চার সদস্যদের পক্ষ থেকে ৷ মঙ্গলবার সকালে আসানসোল বাজার কার্যালয় থেকে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা প্রথমে আসানসোলের সিটি বাসস্ট্যাণ্ড পর্যন্ত মিছিল করে এবং জিটিরোড অবরোধ করে অবস্থান বিক্ষোভে করে ৷

 দ্রুততার সাথে আসানসোল দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে দশ মিনিটের মধ্যেই অবরোধ সরিয়ে দেওয়ার পর বিজেপি যুবমোর্চার কর্মী সমর্থকেরা আসানসোলের গীর্জামোড় পর্যন্ত মিছিল করে 
যুব মোর্চার পক্ষ থেকে পঙ্কজ তিওয়ারি বলেন, ” রাজ্য সরকারের পুলিশ দুর্নীতিতে যুক্ত মানুষদের গ্রেপ্তার করতে পারেনা কিন্তু বিরোধী দলের লোকেদের গ্রেপ্তার করছেন শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্যে। দুবারের সাংসদ সৌমিত্র খাঁ ও রাজ্য সায়ন্তন বসুকে গ্রেপ্তার কি কারণে করা হল তার জবাব তৃণমূল সরকারকে দিতে হবে ৷”
  
ওই বিক্ষোভ মিছিলে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন দু’নম্বর মন্ডলের প্রেসিডেন্ট সুদীপ কুমার চৌধুরী, কাউন্সিলর আশা শর্মা, এছাড়া দ্বিগবিজয় সিং, উপাসনা উপাধ্যায়,  মদন চৌবে, অমিত গড়াই, বৃজেশ ভার্মা, ড: প্রমোদ পাঠক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *