ASANSOL-BURNPUR

অরোবিন্দ নগরে বজরং বলি মন্দিরের উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি,সালানপুর* :-

সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েতের অন্তর্গত 
অরোবিন্দ নগর-১ অঞ্চলে বজরং বলি মন্দিরের শুভ উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
এলাকাবাসীর অনেক দিনের চাহিদা ছিলো এই এলাকায় একটি বজরঙ্গিবলি মন্দির গড়ে তোলার,এলাকাবাসীর সহযোগিতায় আজ গড়ে উঠেছে বজরংবলি মন্দির,আর আজ মন্দিরের উদঘাটন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়, উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,পঞ্চায়েত সদস্য অপর্ণা রায় সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *