ASANSOL-BURNPUR

পশ্চিম বর্ধমানের বার্নপুরে রিটায়ার্ড ইসকো (সেল – আইএসপি) কর্মীর করোনা সংক্রমণ

বেঙ্গল মিরর, আসানসোল,৬ ই জুলাই, সৌরদীপ্ত সেনগুপ্ত: 
 পশ্চিম বর্ধমানের জেলা সদর আসানসোলের কাছেই ইস্পাতনগরী বার্নপুরে এক অবসরপ্রাপ্ত ইসকো (সেল- আইএসপি) স্টিল প্ল্যান্ট কর্মীর করোনা সংক্রমনের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। অবসরপ্রাপ্ত সেল আইএসপি কর্মীর চিকিৎসা চলাকালীন দুর্গাপুরে করোনা সংক্রমনের রিপোর্ট পাওয়া যায়। ওই ব্যক্তির করনা সংক্রমণের রিপোর্ট পাওয়া মাত্রই তিনি কাদের সংস্পর্শে এসেছিলেন সেই  চিহ্নিতকরণের প্রক্রিয়া জারী রয়েছে। 

সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ওই রিটায়ার্ড সেল আই. এস. পি কর্মীর সংস্পর্শে আসা ২০ জনের ওপর মানুষকে চিহ্নিত করা হয়েছে। তাদের প্রটোকল অনুযায়ী কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
   বস্তুত উল্লেখ্য, কিছুদিন আগে বার্নপুরের রামবাঁধে এক করোনা সংক্রমিত ব্যক্তির মৃত্যু হয়। এরপর ওই মৃত ব্যক্তির পুত্রেরও করোনা সংক্রমণ ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *