পশ্চিম বর্ধমান জেলায় নেই কোন কনটেইনমেন্ট জোন
আসানসোল ,বেঙ্গল মিরর :পশ্চিম বর্ধমান জেলায় নেই কোন কনটেইনমেন্ট জোন। এ কথা জানালেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। তিনি বলেন সেভাবে পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমিত ঘটনা নেই, তাই এই জেলায় এখন কন্টেনমেন্ট জোন নেই।
এই নিয়ে যে শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন ধরনের গুজব রটেছে। ফেক কনটেইনমেন্ট জোনের লিস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। এইসব গুজব থেকে দূরে থাকতে বলেন জেলার আধিকারিকরা।

















